Tuesday, February 12, 2013

বৃষ্টি পড়ে টাপুর টূপুর / রবীন্দ্রনাথ


দিনের আলো নিবে এল সূয্যি ডোবে ডোবে
আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে
মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রঙ
মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজল ঠঙ্ ঠঙ্
ও পারেতে বৃষ্টি এল, ঝাপসা গাছপালা
এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান-
বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ।।

Sunday, February 10, 2013

SWOT Analysis 1: SONY


The Sony Group is a Japanese corporate group primarily focused on Game, Entertainment, and Financial Services sectors.

The group consists of Sony Corporation, Sony Computer Entertainment, Sony Pictures Entertainment, Sony Music Entertainment, Sony/ATV Music Publishing, Sony Financial Holdings and others. Its founders Akio Morita and Masaru Ibuka derived the name from sonus, the Latin word for sound. It was founded on 7th May, 1946.

Monday, December 24, 2012

নক্ষত্রের রাত ও আমার বোন


অনেকদিন পর যেন আমি আবার আমার শৈশবে ফিরে এলাম। হঠাৎ করেই এস.এস.সির সার্টিফিকেট প্রয়োজন হয়ে পড়লে, আমি তা স্কুল থেকে তুলতে আসি।


ইস! কী মজার স্কুল।


সার্টিফিকেট তুলতে এসে দেখি আমার মনের নিংড়ানো সেই সুন্দর স্কুলটি আর নেই। একসময় সেখানে ছিল লম্বা টিনের ঘর, অ্যাসেম্বিলিতে দাঁড়িয়ে সবাই একসঙ্গে গাইতাম, "আমার সোনার বাংলা ...." আজ সেখানে বিশাল তিনতলা বিল্ডিং। স্কুলের এরিয়াও অনেক বেড়েছে। সার্টিফিকেট তুলতে এসে দেখি, আমার সময়ের সেই স্যার-আপারা কেউ নেই। আছে শুধু এক বুড়ো দপ্তরি। তারও চোখ ঝাপসা হয়ে গেছে। কাজ শেষ করে যখন বেরিয়ে আসছি, তখন কেউ একজন ডেকে উঠল, "রবিন......" গলার স্বরটা মনে হলো বহুদিনের পরিচিত। আমি থমকে দাঁড়ালাম। দেখি অনেক ছেলে-মেয়ে। এদের মধ্যেই হয়তো কেউ কাউকে ডেকেছে। কিন্তু হুবহু সেই একই কন্ঠ। আমি ফিরে গেলাম আজ থেকে বিশ বছর পূর্বে।

Saturday, December 22, 2012

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি: মুহম্মদ জাফর ইকবাল



বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালএই জনপ্রিয়তা শুধু ছোটদের কাছে নয়, বড়দের কাছেওবৈজ্ঞানিক কল্পকাহিনী তিনি পেঁৗছে দিয়েছেন বাংলাদেশের আনাচে-কানাচেবিজ্ঞান ও গণিতের মতো বিষয়কে অত্যন্ত সহজ ও বুদ্ধিদীপ্তভাবে তিনি তুলে ধরেন তাঁর লেখায়কলামিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়তিনি অধ্যাপনা করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগেসাহসী এবং নিরাসক্ত শিক্ষক হিসেবে তাঁর অন্য রকম গ্রহণযোগ্যতা আছেঠিক যে মুহূর্তে দেশের সামনে নেতৃত্ব সংকট, জাতির সামনে আদর্শ সংকট আর ব্যক্তির সামনে অস্তিত্ব সংকট চলছে, তখন তিনি ছাত্র ও শিক্ষকদের কাছে হয়ে ওঠেন অন্যতম আদর্শ 

বরিশাল বার্নার্স ২০১৩ - বরিশালবাসীরা এবারও ফাইনালে যাবার আসা করতেই পারে। আপনারা কি বলেন?


বরিশাল বার্নার্স বিপিএল এর প্রথম আসরে রানার্সআপ হয়। ২০১৩ এর খেলোয়াড় দের মূল্য তালিকা টা দেখুন। এবার শক্তিমত্তার দিক থেকে ঢাকার পরই বরিশাল বার্নার্স। আছে সাঈদ আজমল, সুনীল নারিনে, আজহার মাহমুদ, উমর গুল, কামরান আকমল, ব্র্যাড হজের মত আন্তর্জাতিক খেলোয়াড়। আছে অলক কাপালী, শফিউল ইসলাম, ইলিয়াস সানির মত লোকাল খেলোয়াড়। আমরা বরিশালবাসীরা এবারও ফাইনালে যাবার আসা করতেই পারি। আপনারা কি বলেন?

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।